January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 5:32 pm

গঙ্গাচড়ায় শেখ রাসেল দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। আলোচনা শেষে আবৃতি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আলোচনা সভা থেকে শেখ রাসেল দিবসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বিটিভির মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন।