January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 8:17 pm

গঙ্গাচড়ায় সংবাদ পরিবেশনের উপর ৩ দিনের প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি, রংপুর :

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের যথাযথভাবে সংবাদ পরিবেশনের উপর গঙ্গাচড়ায় ৩ দিনের প্রশিক্ষণ রোববার (৬ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রশিক্ষণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিএফ) এর মোছাঃ নাহিদ সুলতানা। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিটি প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। গঙ্গাচড়া উপজেলা পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনের (৬,৮,৯) অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় ৩০ জন সাংবাদিক অংশ নেয়।