জেলা প্রতিনিধি, রংপুর :
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের যথাযথভাবে সংবাদ পরিবেশনের উপর গঙ্গাচড়ায় ৩ দিনের প্রশিক্ষণ রোববার (৬ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রশিক্ষণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিএফ) এর মোছাঃ নাহিদ সুলতানা। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিটি প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। গঙ্গাচড়া উপজেলা পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনের (৬,৮,৯) অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় ৩০ জন সাংবাদিক অংশ নেয়।
আরও পড়ুন
জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে খুবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্য কমিটি গঠনঃ সভাপতি নারায়ন দেব নাথ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান
রংপুরে বিশ্ব জনসংখা দিবস পালিত