January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 1st, 2022, 3:27 pm

গঙ্গাচড়া ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও জনপ্রশাসন সচিব বরাবর স্মারকলিপি

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে জনপ্রশাসন সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের স্বারকলিপি দিয়েছে সচেতন সুধিজন। মানবিক সহায়তা বক্সের সুফল ভোগী অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থী এবং সচেতন মহলের আয়োজনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গঙ্গাচড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নানা শ্রেনী পেশার মানুষজন অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য প্রদানকারীগণ বলেন, গঙ্গাচড়া ইউএনও জনাব এরশাদ উদ্দিন পিএএ যোগদানের পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নিজ অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার ও অসহায় এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তার জন্য মানবিক সহায়তা বক্স স্থাপন করেন। যার সুফল অনেক শিক্ষার্থী বই, ড্রেস, ভর্তি ফি, বেতন প্রদান, বাইসাইকেল, অসহায়ের ঘর নির্মাণ, খাদ্য প্রদানসহ বিভিন্ন উপকরণ পেয়েছে। এছাড়া তিনি অবৈধভাবে বালু উত্তোলন, মাদকসহ নানা রকম অপরাধ বন্ধে চালিয়েছেন অভিযান। শিক্ষার মানোন্নয়নে নিয়েছেন পতক্ষেপ। ইউএনও’র এসব কর্মকান্ডের জন্য সাধারণ মানুষজনের কাছে অল্প সময়ের মধ্যে একজন সেবক হিসেবে তথা জনবান্ধব ইউএনও হিসেবে পরিচিতি লাভ করেন। তার অফিসে সব শ্রেনীর লোক অবাধে যেত এবং তিনি সেসব লোকদের কথা ভালভাবে শুনতেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতেন। ইউএনও’র এ সকল মানবিক কাজের জন্য একটি স্বার্থানেশিত মহল হিংসাত্মক মনোভাবে দেখত। তারাই নানা ষড়যন্ত্র করে ইউএনও’র বিরুদ্ধে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে বদলির আদেশ করায়। মানববন্ধনকারীগণ মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানায়।