জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভুটকা ব্রিজ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান আব্দুল বাতেন, দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার, পীরগঞ্জ যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক। উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় শ্রমিক ইউনিয়ন এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সকল সদস্যকে ইলেকট্রিক সামগ্রী রাখার ব্যাগ প্রদান করা হয় এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত