জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ অসহায় দরিদ্রদের মাঝে রাতে কম্বল বিতরণ করেছেন। উপজেলার চাঁন্দমারী, শেরপুর ও চন্দনের হাট এলাকায় গত সোমবার দিবাগত রাতে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন। অসহায় এসব দরিদ্র মানুষ হঠাৎ করে বাড়িতে কম্বল পেয়ে খুবই খুশি। তারা উপজেলা নির্বাহী অফিসারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। কম্বল বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হক। উল্লেখ, এরশাদ উদ্দিন পিএএ গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে দিনে অফিস শেষে প্রতি রাতে বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছেন। এছাড়া তিনি বন্ধের দিনেও মুজিব বর্ষের ঘর ও বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ কাজের তদারকিসহ বিভিন্ন সেবামুলক কাজের মাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের রাতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা