জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিরি বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা ২০২২-২৩ গতকাল রোববার উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠসহ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিফ ফেরদৌস। জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার খোকন মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান প্রমুখ। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, জানো প্রকল্পের এফও রিপন মিয়া, আলী আহম্মেদ, হাবিবা খাতুন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত