January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 20th, 2024, 3:25 pm

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ (গজারিয়া):

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
নিহতের নাম আলাউদ্দিন (৪২)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। তবে গত কয়েক বছর আগ থেকে তিনি ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ভবেরচর বাজার এলাকা থেকে ভ্যান গাড়িতে করে বাঁশের বেড়া নিয়ে বাউশিয়া যাচ্ছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে ফিদা ফিলিং স্টেশনের সামনে দিয়ে ইউ টার্ন নিয়ে কুমিল্লাগামী লেন দিয়ে কিছুদূর সামনে আগানোর পর অজ্ঞাতনামা একটি গাড়ি ভ্যান গাড়ির পেছনে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি।