মুন্সিগঞ্জে একটি স্টিল মিলে ক্রেন ধসে ৩২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ম্যাগনাম স্টিল মিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহত আবুল কালাম পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচা আব্দুল গাফফার জানান, কালাম স্টিল মিলের ফার্নেস সেকশনে কর্মরত অবস্থায় ক্রেনটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন