আহসান হাবিব পাটওয়ারীঃ
গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট (মঙ্গলবার) কালিবাড়ি স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও উপজেলা আমীর মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন বলেন,
জুলাই বিপ্লব সাধারন ছাত্রজনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি। এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেও চাঁদাবাজি, দখল, টেন্ডার বাণিজ্য কমে নাই। একটা গুষ্টি দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতেই এ ধরনের কাজ করে যাচ্ছে।
আমরা চাঁদাবাজি করবো না, করতেও দিব না, আমরা দখল ও টেন্ডার বাণিজ্য করবো না, করতেও দিব না।
বিগত সরকার জামায়াতে ইসলামীকে নিয়ে প্রোপাগান্ডা ও জুলুম করার কারনে বিদায় নিতে হয়েছে। বর্তমানেও যদি কেউ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীকে নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাদের অবস্হাও তাদের মতো হবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর আয় ব্যয়ের বিষয় কিছু নেতা উদ্ভট কথাবার্তা বলছেন। তার বক্তব্যে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শাহরাস্তি উপজেলা শাখার নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন, পৌর নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন।
এছাড়াও আরো উপস্হিত ছিলেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওঃ মকবুল হোসাইন, ডাঃ আবুল বাশার, আব্দুল আউয়াল, মাষ্টার সালাউদ্দিন গাজী, ডাঃ জাকির হোসেন, মাওঃ জালাল হোসাইন, মাওঃ মাছুম বিল্লাহ, শাহ আলম ভূঁইয়া, প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, হাঃ মাওঃ সাব্বির আহমেদ ওসমানী, পারভেজ হোসাইন, জামায়াত নেতা মাওঃ ওবায়েদুল হক, সহকারী অধ্যাপক মাওঃ হেদায়েত উল্লাহ, মাওঃ আবু সালেহ মোহাম্মদ, মাওঃ রুহুল কুদ্দুস, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম মেম্বার, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ মন্জুর হোসাইন, মাওঃ মিজানুর রহমান, হাফেজ মাওঃ মাহফুজুর রহমান বুলবুলি, জিহাদুল ইসলাম শামীম, শিবির নেতা আক্তার হোসেন শিহাব, সাইফুল ইসলাম, কাউছার আলমসহ ওলামা, যুব, শ্রমিক, ছাত্রসংগঠনের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুর নানা কর্মসূচী পালিত হয়
ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র্যালিতে দুপক্ষের সংঘর্ষ
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু