রংপুর ব্যুরো:
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই মাসব্যাপী কর্মসূচি পহেলা জুলাই সকাল ৮টায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে।
গতকাল সোমবার দুপুরে রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা প্রধান সম্বনয়কারী গালিব এবং মহানগর প্রধান সম্বনয়কারী সাদিয়া ফারজানা দিনা। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সম্বনয়কারী শান্তিকাদেরীসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, জুলাই মাসজুড়ে সারাদেশে চলবে ‘জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’। এ কর্মসূচির মধ্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।এনসিপির জেলা প্রধান সম্বনয়কারী গালিব বলেন, “শহীদ আবু সাঈদ ছিলেন গণঅধিকার আন্দোলনের প্রথম শহীদ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পদযাত্রার সূচনা হবে।”মহানগর সম্বনয়কারী সাদিয়া ফারজানা দিনা বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণই পরিবর্তনের শক্তি। এই পদযাত্রা হবে নতুন বাংলাদেশের রূপরেখা গড়ার এক ঐতিহাসিক উদ্যোগ।

আরও পড়ুন
হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান ভারতের মহারাষ্ট্র
বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে দায় নিতে হবে: ফখরুল