October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 3:08 pm

গণজামিনের বিষয়ে তিন বিচারকের কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

 

বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন— বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেন।

এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে আলোচনায় উঠে আসে, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন ওঠে— একদিনে এত বিপুল সংখ্যক মামলার শুনানি ও জামিন দেওয়া কীভাবে সম্ভব।

এনএনবাংলা/