May 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 1st, 2025, 6:58 pm

গণতন্ত্র এখনো চোরাবালিতে, মুক্তি আসবে তারেক রহমানের নেতৃত্বে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়/ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে।

বৃহস্পতিবার (১ মে) জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। বিএনপির অপরাধ হলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকার চায়। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবিলা করুন। জনগণ প্রত্যাখ্যান করলে মাথা পেতে নেবো।

সীমান্তে করিডোর প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আরাকানের সঙ্গে অন্তর্বর্তী সরকার সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল, যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে এমন চুক্তি হয়েছে, যা একসময় দেশের জন্য বিষফোড়া হয়ে দাঁড়াবে।