অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। এর আগে, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে।
শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার থেকে গণপরিবহন বন্ধ হলেও বুধবার পর্যন্ত খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা ও ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।
আরও পড়ুন
দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে আসামি হতে পারেন সাকিব
বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেলো স্টারলিংক
দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া যায়নি বলেই টিউলিপ পদত্যাগে বাধ্য হন