অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। এর আগে, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে।
শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার থেকে গণপরিবহন বন্ধ হলেও বুধবার পর্যন্ত খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা ও ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।
আরও পড়ুন
অনেক প্রোগ্রাম চূড়ান্ত করার পরও বাদ দেওয়া হতো: ন্যান্সি
সংস্কৃতির মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা