September 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 12:34 am

গণপরিষদ নির্বাচন-জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি এনসিপির

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। এসময় প্রধান উপদেষ্টাকে তারা পাঁচটি দাবির বিষয়ে জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে বৈঠকের পর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের এ কথা বলেন।

গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান হবে জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্যমত কমিশনে জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে। এখনো চূড়ান্ত হয়নি। আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়।’

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাই একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি। নিষিদ্ধ পার্টির বিষয়ে অবস্থান নেওয়া ও বিগত সময় অবৈধ সংসদকে বৈধতাদানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলোকে আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যাতে স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি আমরা।’

এছাড়া, ৩১ অক্টোবরে যাদের বয়স ১৮ হবে তারাই শুধু ভোট দিতে পারবে, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে আরেকটু নমনীয় করার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।

এনএনবাংলা/