April 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 19th, 2024, 5:49 pm

গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র সংস্কার বিষয়ে আরো কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে ডাক পেয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। তবে ছাত্র-জনতার পক্ষ থেকে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টির নাম আসায় এবার দলটি সংলাপের ডাক পায়নি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি প্রতিনিধিদল নিয়ে তার সঙ্গে বৈঠকে বসে।
এলডিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। প্রতিনিধিদলে ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।

এলডিপির বৈঠকের আগে একই দিন বিকেল ৩টায় গণফোরামের একটি প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে। গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্যসচিব ডা. মিজানুর রহমান মিজান, সিনিয়র অ্যাডভোকেট এ কে েএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তক আহমেদ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান এই সংলাপের তৃতীয় ধাপ শুরু হয়েছে গত ৫ অক্টোবর। এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দলও অংশ নেবে বলে জানা গেছে।

ড. ইউনূসের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলোতে দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনের পথ খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।