December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 22nd, 2025, 6:23 pm

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করেন এবং ভোটারদের উদ্দেশ্যে এই আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু করেছে। এটি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলায় ঘুরে ভোটারদের উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরও অনেকে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্রের বার্তা সবার কাছে পৌঁছানো জরুরি। ভোটাধিকার কোনো দয়ার বিষয় নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে প্রতিটি ভোট ও গণভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন করেন, নিরব থাকা নয়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। তাই সবাই জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের দীর্ঘমেয়াদী পথনির্ধারণ নিশ্চিত হবে।

এনএনবাংলা/