November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 11th, 2025, 5:02 pm

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় এবং তাই আগামী সংসদ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হবে।

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত ৮ দলের সমাবেশে বলেন, কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই। আমি তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের সময়ই সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। যারা এখন বলেন সংবিধানে গণভোট নেই, তারা কি তখনও হাসিনার সুরে কথা বলছেন না?

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংবিধানে পাঁচ বছর পরপর নির্বাচন করার কথা স্পষ্টভাবে লেখা আছে। তাই ২০২৪ সালে নির্বাচন হলেও ২০২৬ সালে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ২০২৯ সালে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়া প্রয়োজন। নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নও সম্ভব নয় এবং সুষ্ঠু নির্বাচনও নিশ্চিত করা যাবে না।

বিএনপির দিকে ইঙ্গিত করে হামিদুর রহমান আযাদ বলেন, আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছেন। কিন্তু বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না।

তিনি আরও যুক্ত করেন, সংকট সমাধানে আলোচনার পথ জনগণ বন্ধ করেনি। বরং সরকারই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সেই পথ বন্ধ করেছে।

এনএনবাংলা/