November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 2:40 pm

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

 

গণভোট সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দিতে বলা হয়েছে। এটি কোনো আল্টিমেটাম নয়, বরং একটি আহ্বান। আমরা অপেক্ষা করব—এরপর সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘সরকার আর কোনো নতুন আলোচনার আয়োজন করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিকূল সময়েও একত্রে আন্দোলন করেছে এবং নির্যাতনের শিকার হয়েছে। তাই আশা করি, এবারও তারা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের কাছে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেবে।’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা পড়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো নতুন উদ্যোগ নেবে না বলেও জানানো হয়। দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছানোর সময়সীমা দেওয়া হয়েছে।

বৈঠকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজনের পরিকল্পনাও পুনর্ব্যক্ত করা হয়।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণের জন্য এখন চূড়ান্ত সিদ্ধান্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে আর সময় নষ্টের সুযোগ নেই। তাই রাজনৈতিক দলগুলোকে দ্রুত আলোচনায় বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, সরকার নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে।

এনএনবাংলা/