October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:32 pm

গণমানুষের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে-অধ্যক্ষ ছাইফুল্লাহ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

আগামী সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, গণমানুষের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, আন্দোলনের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করে নিতে হবে। এদেশের মানুষ জামায়াতে ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়।

বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড (শিমুলিয়া) শাখার   উদ্যোগে আয়োজিত  কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে আয়োজিত কর্মী সমাবেশে ওয়ার্ড সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সেক্রেটারি  মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা, জামায়াত মনোনীত পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা হিফজুর রহমান, পৌরসভার আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক কাউন্সিলর শামসুল আরেফীন জাফর, ফিরোজ মোল্লা, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের পৌরসভার সমন্বয়ক জহিরুল ইসলাম, ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নোমান ছিদ্দিকী, পৌরসভা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের পৌরসভার ২ নং ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীরা।