November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 24th, 2025, 5:10 pm

গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে: ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত ১৫ বছরে অনেক সাংবাদিক নিজেদের উদ্যোগেই ফ্যাসিবাদকে সমর্থন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ উপস্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলেই গণমাধ্যমের বিকাশে কাজ করেছে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে। কিন্তু গত দেড় দশকে অনেক সাংবাদিক নিজেদের ভেতরের বিভক্তির কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ‘পকেটে’ চলে গেছেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই গণমাধ্যমের উন্নয়নের পক্ষে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

এনএনবাংলা/