October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:57 pm

গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন

নাটোর প্রতিনিধি:

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি। নেতাকর্মীরা নির্মম নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েনি।

যদিও আমরা শুনেছিলাম ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু ১৬ বছরের শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্যের বাইরে বাংলাদেশে কেউ চাকরি পায়নি। শুধু চাকরি হারিয়েছে তা নয়, অনেকেই ভিটেমাটি হারিয়েছে, আবার অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে।

তিনি আরও বলেন, যারা যুবদল করেছেন শুধু যুবদল করার অপরাধে তারা চাকরি থেকে বিতাড়িত ও বঞ্চিত হয়েছেন। ছাত্ররা শুধু ছাত্রদল করার অপরাধে শিক্ষাজীবন শেষ করতে পারেনি, তারা শ্রেণিকক্ষ চেনার পূর্বেই চিনতে হয়েছে আদালতের এজলাস, শিক্ষকদের চেনার আগে চিনতে হয়েছিল আদালতের আইনজীবীকে। ফ্যাসিবাদী আওয়ামী-লীগের নেতৃবৃন্দ বলেছিল তারা কোন কারণে ক্ষমতাচ্যুত হলে দেশে ৫লক্ষ মানুষ মারা যাবে।  কিন্তু ৫ই আগষ্টের পরে নাটোরে কি আওয়ামী-লীগের কেউ খুন হয়েছে?

অথচ এই নাটোরে বিএনপি নেতা ছানাউল্লা নুর বাবু, যুবদল নেতা গামা, সুজন অনেকেই খুন হয়েছে আমরা প্রতিশোধ নেইনি। আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া যাবে না।

জেলা যুবদল আয়োজিত বুধবার (২৮অক্টোবর) বিকালে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবদলের সাধারণ সম্পাদক।

এ যুব সমাশে জেলা যুবদলের সভাপতি এ হাই-তালুকদার ডালিম এর সভাপত্বিতে এবং ভারপ্রাপ্ত সাধালন সম্পাদক আনিছুর রহমান আনিস এর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপুসহ অন্যরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুবদলের নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের জনগণ সমর্থন করেছে। তার এই জনকল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিতে হবে। এদেশের অর্ধেক নারী ভোটার রয়েছে সেই মা বোনদের কাছে যেতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে।

উল্লেখ্য ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যুব সমাজকে সংগঠিত করতে দলের এই অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে পরিণত করার উদ্দেশ্যে যুবদল গঠিত হয়।