December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 7:58 pm

গত ৭ দিনে লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩০৩ অভিবাসীকে: আইওএম

গত সপ্তাহে লিবিয়া থেকে ৩০৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ আইওএম লিবিয়া জানায়, ‘গত সপ্তাহে আইওএম লিবিয়া দুটি ভলান্টারি হিউম্যানিটারিয়ান রিটার্ন (ভিএইচআর) চার্টার ফ্লাইটের মাধ্যমে বেনগাজী থেকে ১৬২ জন অভিবাসীকে ঢাকায় এবং ১৪১ জন অভিবাসীকে ত্রিপোলি থেকে গিনি বিসাউ ও বেনিনে নিয়ে এসেছে।’

লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করে থাকে আইওএমের ভিএইচআর প্রোগ্রাম।

আইওএম জানিয়েছে, গত ২৩-২৯ জুন পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ৩২ নারী ও ১৩ শিশুসহ ২২৬ অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া উপকূলে ৮ হাজার ৯৮০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে আইওএম।

আফ্রিকান অভিবাসীরা প্রায়ই সময় লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। বিশেষ করে ২০১১ সালে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে এই অবৈধ অভিবাসনের চেষ্টা বেড়েছে।

——ইউএনবি