এস এ শফি, সিলেট:
সিলেটের জৈন্তাপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক স্মরণ সভা সোমবার সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে সভায়
জুলাই আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভার শুরুতে ছাত্র আন্দোলনে আহত জৈন্তাপুর উপজেলার তিন জনকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট নগরীতে আন্দোলন চলাকালে আহত দরবস্ত ইউনিয়নের ছৈয়া গ্রামের মো হাবিবুল্লাহ শিকদার, একই ইউনিয়নের খলা ভাইটগ্রামের মো নূরউদ্দিন ও নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট ডৌডিক গ্রামের রঞ্জিত দে।
জুলাই-আগস্ট বিভীষিকাময় সেই রাজপথের আন্দোলনের স্মৃতিচারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মো হাবিবুল্লাহ শিকদার।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা লাইফস্টক কর্মকর্তা ডাঃ হাসিন আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) লিটন চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদ, নিজপাট ইউনিয়ন জামায়াতের আমির নাজিম আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল,বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জুলাই আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ