দেশের জনগণের কল্যাণে গবেষকদের প্রতি গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, `আপনাদের উদ্ভাবিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ জনগণের কল্যাণে ব্যবহার হওয়া উচিত। আমিও দেখতে চাই, আপনারা এখন যে গবেষণা করছেন তার প্রভাব কী হয়।‘
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
এসময় প্রধানমন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পুরস্কারপ্রাপ্তদের হাতে ফেলোশিপ ও অনুদানের চেক হস্তান্তর করেন।
বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের এর জন্য (চতুর্থ শিল্প বিপ্লব) দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আমরা এ বিষয়টি মাথায় রেখে আপনাদের (গবেষক ও শিক্ষার্থীদের) সহায়তা করছি। আমরা চাই দেশের জনগণ আপনাদের কাছ থেকে সহায়তা পাবে।’
ফেলোশিপ ও গবেষণা অনুদান সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা যারা ফেলোশিপ পাচ্ছেন, জাতির উন্নয়নে তাদের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে।’
বিশ্ব নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই গতির (দ্রুত পরিবর্তনশীল বিশ্বের গতি) সঙ্গে মানিয়ে নিতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন