January 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:01 pm

গভীর রাতে ডিএ তায়েবের বাসায় ববি

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। আরেক জনপ্রিয় অভিনেত্রী ববি হক। দুজনের দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব সব সময় অমলিন- এমনটাই মনে করেন দুজন। তবে লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে দুজনই ব্যস্ত। সময়ের অভাবে দেখাও হয় না তেমন। তাই বলে বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে দেখা করবে না এটা তো হয় না। দিনের বেলা দুজনই কাজে ব্যস্ত। তাই রাতে সুযোগ পেয়ে বন্ধু তায়েবের সঙ্গে দেখা করলেন ববি। এ সময় দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছেন তায়েব। লিখেছেন, ‘আমার গভীর রাতের অতিথি। বন্ধু আজও এসেছে গভীর রাতে। ’ ডি এ তায়েব শুধু একজন অভিনেতাই নন। নিজের কর্মক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন। চতুর্থবারের মতো মহাপুলিশ পরিদর্শক পদক লাভ করেছেন ডি এ তায়েব। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পায় ডি এ তায়েব-অপু বিশ্বাস অভিনীত ‘ঈশা খাঁ’ সিনেমাটি। এতে ঈশা খাঁর নাম ভূমিকায় অভিনয় করেছেন ডি এ তায়েব। তার সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ডি এ তায়েব এই সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন।