November 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 8:13 pm

গরীর ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে এমপি প্রার্থী সামুর নির্বাচনী মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ক্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর  সদর-৩ আসনের ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় নগরীর রবাটসনগঞ্জ মাঠে ২৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক)  আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান সামু।

প্রবীন ব্যক্তিত্ব ইমদাদ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, স্থানীয়

বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মোহন, আমিরুল ইসলাম খোকন, আবুল কালাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হোসেন বাবু, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,

মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, আব্দুর রহমান রুমন, শামসুল হক,৩ নং ইস্পাহানি ক্যাম্প নেতা খোরশেদ আলম, ২৬ নং ওয়ার্ডের নারী নেত্রী নারগিস পারভীন,  জোবেদা বেগম, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা তারেক হোসেন, নাদিম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,  জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, আব্দুস সালাম,  রফিকুল ইসলাম, রাকিবুল আজাদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর বিষয়ক সহ  সম্পাদক হারুনুর রশিদ সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচক্ষণ মানুষ। তিনি সার্বিক বিষয়  বিবেচনা করে  অতীতের ত্যাগকে মূল্যায়ন করেছেন।  তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

রংপুর -৩ আসনে সামসুজ্জামান সামু ভাইকে দলীয় মনোনয়ন দিয়েছে। আমরা রংপুরবাসী তথা ২৬ নং ওয়ার্ড বাসি  এজন্য গর্ববোধ করছি। তাকে মনোনয়ন দেয়ার পর থেকে  বিএনপির অঙ্গ সংগঠন তথা রংপুরবাসী ঐক্যবদ্ধ।  তারা সকলেই ধানের শীষের পক্ষে  ঐকবদ্ধ ভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন,   তারা নিজেরাই দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করছেন।

এসময় সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, রংপুর -৩ আসনে বিএনপি তাকে মনোনয়ন দেয়ায়  বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ রংপুরবাসী অত্যন্ত খুশি। সকলে ঐক্যবদ্ধ আছে। তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে  ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের  প্রার্থী হিসেবে  নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।  আমি নির্বাচিত হলে  অতীতের ন্যায়  রংপুরের উন্নয়নসহ  সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি নিজ এলাকাবাসীর নিকট দোয়া সহযোগিতা ও  ভোট প্রার্থনা করেন।

এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়  ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরআগে তিনি নগরীর নুরপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।