অনলাইন ডেস্ক :
কোরবান আলীর প্রিয় পোষা গরুর নাম সোনাই। কোরবানির ঈদে গুরুটি বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন তিনি। কিন্তু শহরের গাড়ির শব্দে শান্ত সোনাই হঠাৎ অশান্ত দৌঁড় শুরু করে এবং হারিয়ে যায়! গরু খোঁজার জন্য ভাড়া করা হয় প্রাইভেট ডিটেকটিভ। এমনই মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে পাঁচ পর্বের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। নাটকে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। এছাড়াও আরো রয়েছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, এ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন যারার তাহের সোবহান, উমাইজা শাহিদা আরিশা, মানহা মেহজাবিন, প্রিয়ন্ত বড়ুয়া পূর্ণ, স্বৈজ সায়ন্তন, সুমেধা চাকমা। ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দুরন্ত টিভিতে দেখা যাবে ঈদুল আজার ৫ দিন, দুপুর ১টায়, বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির