অনলাইন ডেস্ক :
গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ও চিত্রনায়ক দেবকে তলব করেছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গরু পাচার কা-ে অন্যতম সদস্য এনামুল হক। তার সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পেয়েছে সিবিআই। এসব বিষয়ে আরো খতিয়ে দেখার জন্যই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআই সূত্রের বরাত দিয়ে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরু পাচার কা-ে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়ি-সহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানিয়েছেন এনামুল হক নিজেই। আর এ কারণেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত