অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার পোস্টর বয় শাকিব খান। এবার ঈদে তার অভিনীত দুইটি সিনেমা মুক্তি ঘোষণা এসেছে। এরমধ্য এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমা প্রচারণা শুরু করে দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘গলুই’ সিনেমার ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় ছবির গান। এর নাম ‘তুই আমি দুই’। এস এ হক অলিকের লেখায় এই গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। এ গানের সুর সংগীত করেছেন ইমন সাহা। এরইমধ্যে আভাস মিলেছে এ গানটি মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। অনেকদিন পর শাকিবের জন্য সিনেমায় গাইলেন এস এই টুটুল। এই জুটি একটা সময় সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দিয়েছে। অন্যদিকে এস আই টুটুলের জন্য ‘যায় দিন যায় একাকী’সহ বেশ কিছু হিট গান লিখেছেন এস এ হক অলিক। সেদিক থেকেও এই গানটি হিট করবে বলে প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা। এ গান নিয়ে বলতে গিয়ে নির্মাতা অলিক বলেন, ‘আমি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনো আপস করিনি। গানের বেলায় দেশের সেরা তারকাদের বেছে নিয়েছি যারা দিনের পর দিন এদেশের সিনেমা ও গানের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। এস এই টুটুল তাদের অন্যতম একজন। এরইমধ্যে তার কণ্ঠে ‘তুই আমি দুই’ গানটি ভালো সাড়া পেয়েছে। এই গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।’ এস আই টুটুল বলেন, ‘অনেকদিন পর আমাদের সুপারস্টার শাকিব খানের জন্য গাইলাম। আমাদের জুটি সবসময় পছন্দ করেছেন এ দেশের দর্শক-শ্রোতা। আশা করছি ‘গলুই’ সিনেমার এ গানটি নগরে বন্দরে সবখানে পৌঁছে যাবে।’ কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ‘গলুই’ সিনেমার টিজার। গ্রামীন প্রেক্ষাপটে প্রেমের গল্পের আভাস মিললো সেখানে। থাকবে ঐতিহ্যের ছোঁয়াও। পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে ছবির কাজ শেষ করছেন। পোস্ট প্রডাকশন হয়েছে ইন্ডিয়াতে। শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!