অনলাইন ডেস্ক :
তবে কী রুনা খান সিনেমায় আসবেন? সম্প্রতি রুনা খানের নতুন লুক আর বিভিন্ন ফটোশুটে তার নতুন চলচ্চিত্রের কোনো আভাস কি-না সেই প্রশ্নে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘আমি তো নাচ-গানের ছবিতে কাজ করতে পারবো না। ঐ ধরনের ছবিতে আমি মানানসই না। তবে গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই। হয়তো সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে দেখা যাবে।’ সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ দীপ্তি চরিত্রটি এরইমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘অমিতাভ ভাইয়ের সেই বিজ্ঞাপন চিত্রটির কাজের পর এত বছর লাগলো তার নতুন কোনো কাজ করতে।’ এর ভেতরে কেন কাজ করা হয়নি?-এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেন এতদিন কাজ করা হয়নি সেটা আমরা নিজেরাও বলতে পারব না।’ অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনে রুনা খান তুমুল আলোচনায় আসেন। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন। নিজের ক্যারিয়ারে একাধিক নাটকের চরিত্র জনপ্রিয় হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘জনপ্রিয়তাটা ভালো লাগে। কিন্তু এর জন্য আমার ভেতরে কোনো অস্থিরতা নেই। দেখুন, আমি মাসে গড়ে ৫/৬ দিন কাজ করেছি। যখন খুব ব্যস্ত সময় কাটিয়েছি, সে সময়ও আমি মাসে ১৫ দিনের বেশি ডেট দিইনি। হ্যাঁ, এখন এটা অনেকেই বলতে পারেন যে, আমার শুধু অভিনয় করে সংসারটা চালাতে হয় না। আমি এদিক থেকে লাকি। আমি আমার কাজের বাইরে, নিদের সংসার আর সন্তানের সাথে দামি কিছু সময় কাটানোকে অনেক জরুরি মনে করি।’ ‘বোধ’-এর পরবর্তী সিরিজে কাজ করবেন কি-না এমন প্রশ্নে রুনা খান বলেন, ‘এসব ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। নির্মাতা ভালো বলতে পারবেন।’ এ সময়ের চলচ্চিত্রের দর্শক সাফল্য প্রসঙ্গে রুনা আরও বলেন, ‘আমাদের এই দেশে এত এত ক্রাইসিসের ভেতরে যে কিছু ছবি দারুণভাবে আলোচনায় আসছে, এটাই আমাদের জন্য বড পাওয়া। এ সময়ের নির্মাতাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র দারুণ এক্টা অবস্থানে যাবে বলে আমার বিশ্বাস।’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত