October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 4:39 pm

গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে পরিচালিত এ অভিযানে আস্তানাটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায় বলে জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এলাকাবাসী—বিশেষ করে নারী ও স্কুলগামী কোমলমতি শিশুদের—নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।

এনএনবাংলা/