অনলাইন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলী। নব্বইয়ের দশকে অন্যতম আলোচিত এই অভিনেত্রী জানিয়েছেন, গাঁজা খেয়েছেন তিনি। মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়ে বৃহস্পতিবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম পোস্টে সোমি আলী লেখেন, ‘জীবনে কখনো মাদক নেয়নি এমন বাচ্চা রয়েছে কি? আমাকে এটা বলুন। বাচ্চাটাকে এবার বাড়ি যেতে দিন। দেহব্যবসার মতো মাদকও কোনোদিন সমাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না, এই দুটোকেই বৈধ করা প্রয়োজন। কেউ তো আর আজীবন সাধুপুরুষ থাকে না, সব বাচ্চাই ভুল করে। আমার যখন ১৫ বছর বয়স আমি গাঁজা খেয়েছিলাম। এরপর দিব্যা ভারতীর সঙ্গে আন্দোলন সিনেমার শুটিংয়ের সময় আমি গাঁজা সেবন করি। এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’ আরিয়ানকে সমর্থন করে সোমি আরো লিখেছেন, ‘বিচার ব্যবস্থা নিজের দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে আরিয়ানকে ব্যবহার করছে, অকারণে এই বাচ্চার কষ্ট পাবার মানেটা কী! এর বদলে বিচার ব্যবস্থার উচিত ধর্ষণকারী, খুনীদের ধরে উপযুক্ত সাজা দেওয়ার। ১৯৭১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজ পর্যন্ত তারা সুবিধা করতে পারেনি। শাহরুখ-গৌরীর কথা ভেবেই আমার মন কাঁদছে, তাদের জন্য প্রার্থনা রইলো। আরিয়ান তুমি কোনো দোষ করোনি এবং এর সুবিচার তুমি পাবেই।’ ‘আন্ত’ (১৯৯৪), ‘ইয়ার গাদ্দার’ (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। তবে অভিনয় জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। বর্তমানে ‘নো মোর টিয়ার্স’ নামে অলাভজনক একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। যৌন হেনস্তা ও ধর্ষণের শিকার হওয়া নারীদের সহযোগিতা করছেন এই অভিনেত্রী। এদিকে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার দিনই মান্নাতে ছুটে গিয়েছিলেন সোমি আলীর প্রাক্তন প্রেমিক সালমান খান। পাশাপাশি বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী এখন পর্যন্ত আরিয়ানের সমর্থনে কথা বলেছেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত