গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাজারে বুধবার সকালে অগ্নিকাণ্ডে চারটি ঘর ও একটি পাটের গুদাম পুড়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আরিফ আনোয়ার এ জানান, সকাল ১১টার দিকে মহিমাগঞ্জ মার্কেটে আজহার আলীর মালিকানাধীন পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি। কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব