January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 2nd, 2023, 5:38 pm

গাইবান্ধায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ-গুলি, নারীসহ আহত ২০

পুলিশের সঙ্গে সংঘর্ষে গাইবান্ধা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা জেলা শহরে বিএনপির সমাবেশ বন্ধ করতে পুলিশ গুলি চালালে এই সংঘর্ষ ও আহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার মনি ও জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কার্যালয় থেকে দিনব্যাপী কর্মসূচির পর আজ বিকালে বিএনপির একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। গাইবান্ধা শহরের এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।

পুলিশের ব্যারিকেড বাধা দিতে অস্বীকার করে বিএনপির মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে, এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

আহতরা গাইবান্ধার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি কার্যালয় থেকে ৫ জনকে আটক করেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বিনা অনুমতিতে শহরে মিছিল বের করলে পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ হয়।

তবে কত রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়া হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলেও জানান ওসি।

—-ইউএনবি