January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 9:02 pm

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতের বাসচাপায় আজ বুধবার সকালে তিনজন নিহত হয়েছেন। সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সবজিচাষী তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোহেল মিয়া (৩৫)। নিহত তাজু পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় জেলার দিকে যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় পৌছলে সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী উপজেলার মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।
এসব বিষয়ে গোবিনাদগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) সোলায়মান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেণ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় রাখা হয়েছে।