জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা সেতু প্রকল্প এলাকায় তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে নির্মিত বেরিবাঁধের ভেতরে তিনটি ইউনিয়নের প্রায় পাচঁ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। এরই প্রতিবাদে শনিবার দুপুরে বেরিবাঁধ এলাকায় সহস্রাধিক ভুক্তভোগি নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধন কালে বক্তব্য দেন, জিল্লুর রহমান ভূইয়া, সামিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদুল আলাম, মঞ্জু মিয়া, আয়নাল হক, শাহিন মিয়া আব্দুল হক নুর, শাহিনুর বেগম, সাহিদা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, বেরিবাঁধের কোন রেগুলেটর দেয়া হয় নাই। যে কারণে সামান্য বৃষ্টিতে বেরিবাঁধের ভিতরে পানি জমে ঘরবাড়ি, আবাদি জমি ডুবে যায়। সম্প্রতি বৃষ্টিতে বেরিবাঁধের ভিতরে প্রায় ৯০০ বিঘা জমির আমন ধানের রোপা তলিয়ে যায়। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে এসব জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাই ভুক্তভোগিরা অতিদ্রুত বেরিবাঁধ উঁচু ও পানি নিস্কাশনের জন্য বাঁধে রেগুলেটর স্থাপনের পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দাবি জানান।
আরও পড়ুন
খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪
গফ্ফারের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি-অন্যত্থায় খুলনা নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধের হুমকি
রংপুরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক আবাসিক প্রশিক্ষণ