January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 8:35 pm

গাইবান্ধায় ‘অ্যাক্রোবেটিক শো’ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত সোমবার রাতে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে ‘অ্যাক্রোবেটিক শো’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামস-উল-আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান।
উল্লেখ্য, চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল’ মনোমুগ্ধকর অ্যাকোবেটিক প্রদর্শন করে।