জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবদুল মতিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, সহকারি কমিশনার (ভূমি) নাহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সদর উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ১২ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে থাকায় তাঁর শপথ গ্রহণ স্থগিত রয়েছে। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম ১৩ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য ১৫৫ জনকে শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ