December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 11th, 2025, 7:29 pm

গাছের ডালে ঝুলছিল অজগর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে একটি গাছের মগডালে উঠে যায় বিশাল আকৃতির অজগর। বুধবার সকালে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখাঁন রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডালে অজগরকে ঝুলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সাপটিকে একদল লোক গাছ থেকে নামিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। ওই গাছের সাথেই ছিল পল্লীবিদ্যুতের লাইন। বিদ্যুতের তার দেখে কেউ সাহস পায়নি সাপটিকে গাছ থেকে নামিয়ে আনতে। পরে কিছু সচেতন মানুষ বিদ্যুত অফিসে ফোন দিয়ে ঘটনা অবহিত করেন। সাপটিকে উদ্ধার করার জন্য বিদ্যুত অফিস থেকে জানানো হয় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দীপ ও রিদম গৌড় ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়িতে হাঁসুমুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে মেরে ফেলতে পারত।

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান থেকে অজগর সাপ, বানর ও বনবিড়ালসহ ৭টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। গত শনিবার শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। এর আগে গত ২৮ নভেম্বর উপজেলার নোয়াগাঁ গ্রামে ধান কাটার সময় কৃষকরা একটি অজগরসাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই দিনে হাইল হাওরে মৎস্যজীবির জালে আটকে পড়া আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়। এছাড়াও ২৪ নভেম্বর দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ, ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ, ২২ নভেম্বর ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় একটি রিসোর্ট থেকে আহত অবস্থায় দুর্লভ প্রজাতির একটি উল্টোলেজি বানর এবং ২০ নভেম্বর শহরতলীর হবিগঞ্জ সড়কের ভটের মিল এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজ থেকে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারে পর প্রাণীগুলোকে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।