মাগুরার শালিখায় তেলবাহী একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
রবিবার বিকালে মাগুরা-যশোর সড়কে উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২৪) খুলনার খালিশপুরের পদ্মা রোড, গোয়ালপাড়ার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- চালক জাহিদুল ইসলাম ও তার আরেক সহযোগী ইমন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি দ্রুত গতিতে খুলনার তেলের ডিপোর দিকে যাচ্ছিল। একপর্যায় মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী মেহেদী হাসান নিহত হন। পরে শালিখা থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব