October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 5:00 pm

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

 

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে আটক কর্মীদের ইসরায়েলে নিয়ে যাচ্ছে দেশটির কমান্ডোরা। এদের মধ্যে সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের দাবি, আটক সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের শান্তিপূর্ণভাবে ইসরায়েলে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠাতে ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু হবে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রাত থেকে ইসরায়েলি নৌ কমান্ডোরা ফ্লোটিলার অন্তত ৪৪টির মধ্যে ২১টি জাহাজ আটক করেছে। এসব জাহাজ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল, যা ছিল অবরোধ ভাঙার বৈশ্বিক উদ্যোগের অংশ। আল জাজিরার তথ্যমতে, এ পর্যন্ত দুই শতাধিক কর্মী ও সামাজিক আন্দোলনকারীকে আটক করেছে ইসরায়েল।

এর আগে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, জলকামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জলসীমা থেকে কর্মীদের আটক করে।

তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাধা সত্ত্বেও তাদের মিশন থামবে না। অন্তত ৩০টি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে এবং উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। সংগঠনটির দাবি, তারা গাজার অবরোধ ভেঙে একটি মানবিক করিডোর খুলতে এবং অনাহারে থাকা ফিলিস্তিনিদের কাছে খাদ্য ও সহায়তা পৌঁছাতে বদ্ধপরিকর।

এনএনবাংলা/