April 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 8th, 2025, 11:40 am

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়, যেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হত্যাযজ্ঞ ইতিহাসে নজিরবিহীন এবং মানবতার চরম লঙ্ঘন। যুদ্ধের ক্ষেত্রে শিশু, নারী ও বৃদ্ধদের সুরক্ষিত রাখার কথা থাকলেও ইসরাইল পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা শুধু গাজার অবকাঠামো ধ্বংস করছে না, ফিলিস্তিনিদের চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে। দুঃখজনকভাবে, মানবতার কথা বলা যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি সহযোগিতা করছে।”
তিনি আরও বলেন, “আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও ইসরাইলি পণ্য বর্জন করতে পারি। তাদের প্রকৃত চরিত্র বিশ্বের সামনে তুলে ধরতে হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল করা হোক এবং ভবিষ্যতে কোনো চুক্তি না করা হোক। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন পলাতক আসামি, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমাদের সরকারের কাছে অনুরোধ, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হোক।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান, কর্মচারী প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং শিক্ষার্থী প্রতিনিধিরা। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা শেষে ইসরাইলের ধ্বংস এবং গাজাবাসীর মুক্তি ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আব্দুল হাকিম।