October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 5:26 pm

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণ

ছবি: বিবিসি

 

যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে গাজা শহরের বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান থেকে গোলাবর্ষণ করেছে তারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের পূর্বাঞ্চল, খান ইউনিসের পূর্বে, বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে। এসব হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা সূত্র জানায়—২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ১৩৪ জনে।

ওয়াফার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গাজাজুড়ে হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এনএনবাংলা/