September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 12:10 pm

গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। তারা কাতারে সাম্প্রতিক ইসরায়েলি হামলারও তীব্র নিন্দা জানান।

রাজনৈতিক নেতারা বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভণ্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও মিথ্যা বলেছেন। কাতারে ইসরায়েলি হামলার আগে ওয়াশিংটন এ বিষয়ে জানত, কিন্তু তারা এর বিরোধিতা করেনি। এটি মানব ইতিহাসে এক জঘন্য ঘটনার নজির হয়ে থাকবে।

ইসরায়েলকে ‘সন্ত্রাসী ও খুনি’ আখ্যা দিয়ে তারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়ে আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের দ্রুত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রায় দুই বছর ধরে চলতে থাকা এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে অসংখ্য ভবন, আর প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

 

এনএনবাংলা/