October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 1:42 pm

গাজার খুব কাছাকাছি ফ্লোটিলার একটি নৌযান

 

ফিলিস্তিনের গাজা অভিমুখে ছুটে চলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ২৪টি জাহাজ এখনও যাত্রাপথে রয়েছে। এর মধ্যে ‘মিকেনো’ নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ফ্লোটিলার নিজস্ব ‘লাইভ ট্র্যাকার’-এ প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা গেছে বলে আল জাজিরা জানিয়েছে। তবে জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে নৌবহরের বাকি ২৩টি জাহাজ বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটকে দিয়ে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক হওয়া ১৩টি জাহাজে ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন প্রতিনিধি আছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

প্রসঙ্গত, ৪০টিরও বেশি নৌযান নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক মানবিক উদ্যোগ। প্রায় ৫০০ প্রতিনিধি নিয়ে এই বহরের মূল লক্ষ্য গাজার ওপর ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। নৌবহরে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নিচ্ছেন।

এনএনবাংলা/