জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দেওয়ার এবং স্থানীয়দের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে।
হেগে বুধবার (২২ অক্টোবর) দেওয়া রায়ে আইসিজে উল্লেখ করেছে, ইসরায়েল—a একটি দখলদার শক্তি হিসেবে—গাজার জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারবে না। আদালত আরও স্মরণ করিয়েছে যে, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। খবর এএফপির।
যদিও রায়টি পরামর্শমূলক, এর গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য রয়েছে। তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টি প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি, ইসরায়েল রায়টি মানবে।”
আইসিজে বিশেষভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। ইসরায়েল এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করলেও আদালত বলেছে, তাদের অভিযোগ প্রমাণিত হয়নি।
ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি মন্তব্য করেছেন, “এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া।”
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬,৭০০ টন খাদ্য পৌঁছেছে, যা অর্ধমিলিয়ন মানুষকে দুই সপ্তাহের খাবার সরবরাহের সমতুল্য।
তবে সংস্থাটি জানিয়েছে, প্রতিদিন গড়ে মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় পৌঁছাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্য অর্থাৎ প্রয়োজনের এক-তৃতীয়াংশ মাত্র।
রায় ঘোষণার পর নরওয়ে ঘোষণা করেছে, তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে যাতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে পোলট্রি খামারে লকডাউন
জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো বাংলাদেশসহ ১৯ দেশ