August 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 9:59 pm

গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান

ছবি সংগৃহীত

 

সম্প্রতি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দশ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়, যা এ যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশগুলোর মধ্যে অন্যতম। বিক্ষোভকারীরা ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায়।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী, শনিবারের সমাবেশের আগে জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম নেতানিয়াহু সরকারের প্রতি একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায়। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে গাজায় বন্দি প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি করে। আন্দোলনকারীদের মতে, যুদ্ধ চলতে থাকলে বন্দিদের জীবিত ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, গাজা দখলের এই সিদ্ধান্ত শুধু বন্দিদের জীবনই ঝুঁকির মুখে ফেলবে না, বরং সৈন্যদের ফিরে আসাও কঠিন করে তুলবে। এর চেয়েও বড় বিষয় হলো, এটি গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে। সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভার ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহরটি দখলের সিদ্ধান্তের কয়েক দিন পরেই এই বিক্ষোভ শুরু হয়, যা এখন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।