October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 4th, 2025, 3:17 pm

গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ অক্টোবর) মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে জানান, গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।

এর আগে, একই দিনে হামাসের শীর্ষ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন—গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি বলেন, পরিকল্পনার মূল কাঠামোয় তাদের সম্মতি থাকলেও কার্যকর বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন।

গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী উদ্যোগকে ‘অমূল্য সহায়তা’ আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন তাঁর অবস্থান—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহযোগিতা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের দুর্ভোগ আরও না বাড়ে।

এনএনবাংলা/