গাজীপুরে মোবাইল ফোনের সিম তৈরির একটি কারখানায় বিস্ফোরণে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
বুধবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর মেট্রো থানার ধীরাশ্রম ভারারুল এলাকার ইন্টিলিজেন্ট কার্ড লিমিটেড কারখানা এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন গাইবান্ধা জেলার বাসিন্দা।
কারখানা ও স্থানীয় সূত্র জানায়, কারাখানার ভেতরে একটি মেশিন সেট করতে গিয়ে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মারা যায় কারখানার শ্রমিক লিখন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই প্রতিষ্ঠানটিতে লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়।
এতে কারখানায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান