জেলা প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ী কাশিমপুর রোডে জার্সি নীট ফ্যাশন লি: নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।
মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তবে, আগুনের ঘটনাটি রাতে হওয়ায় কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি তিনি।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন